Wicketkeeper Glove Size Calculator

Glove Size Calculator

Sunday, July 20, 2025

বাংলাদেশের সহজ টার্গেট

বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি সন্ধ্যা ৬ টায় মাঠে গড়ার



বাংলাদেশ টসে জিতে বোলিং নেন,পাকিস্তান বেটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে এক উইকেট হাড়ায়,তার পরে পাওয়ার প্লে তে ৪১ রান তুলে ৪ উইকেটের বিনিময়, দলের হয়ে সর্বোচ্চ রান করে ফাকর জামান ৪৪ রান ৩৪ বলে এবং আব্বাস আফ্রিদি করেন দলের দ্বিতীয় সর্বোচ্চ  ২২ রান ২৪ বলে,সব মিলিয়ে পাকিস্তানের সংগ্রহ ১১০ রান। 

বাংলাদেশর বলার রা বলে হাতে দারুণ বল করেন,প্রথম উইকেট তুলে নেন তাসকিন আহমেদ, তার পরের ওভারেই আবার উইকেট তুলে নেন শেখ মেহেদী তার সাথে থাকছেন মোস্তাফিজুর রহমান তিনি চার ওভার বল করে নেন ২ টা উইকেট। 

হাইলাইটস : ফাকের জামান ৪৪ রান

আব্বাস আফ্রিদি ২২ রান 

তাসকিন আহমেদ ২২ রানে ৩ উইকেট 

মোস্তাফিজুর রহমান ৬ রানে ২ উইকেট 

0 Please Share a Your Opinion.: